ঘৃনা আর ভালবাসা। মুদ্রার এ পিঠ ও পিঠ হইলেও দুইটার মাঝে অনেক মিল আছে। দুইটাই একে অপরকে ছাড়া চলতে পারে না। আপনি তাকেই ঘৃনা করতে পারবেন যাকে আপনি ভালবাসেন। সহসা আপনি একটা লোককে ঘৃনা করতে পারবেন না, আপনি তাকে অপছন্দ করতে পারেন কিন্তু ঘৃনা! অসম্ভব। ঘৃনা করতে চান! তবে আগে ভালবাসেন। আপনি যাকে যত ঘৃনা করবেন তার প্রতি আপনার ভালবাসা তত বাড়বে। আমি জানি অনেকই আমাকে অনেক ঘৃনা করে। এতে আমি কখনই মন খারাপ করে বসে থাকি না, এইটা ভেবে আনন্দ পাই যে তারা আমাক কত্ত ভালবাসে। আর এত্ত ভালবাসার প্রতিদান আমার মত নগন্য মানুষের পক্ষে দেয়া সম্ভব না।
সো হেট কর বা না কর ভাল আমােক বাসতেই হবে।